বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমের ১১তম সংস্করণের নানা দুর্নীতি ও অনিয়ম জানতে ‘সত্যতা অনুসন্ধান তদন্ত’ কমিটি করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা দিয়েছে। বিসিবি তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল ২০২৪-২৫ মৌসুম (১১তম সংস্করণ) সম্পর্কিত সত্যতা সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পেয়েছে। কমিটি কাজ করেছে স্বাধীন এবং প্রমাণের ভিত্তিতে। কমিটির সদস্যদের প্রচেষ্টা এবং সেবার জন্য তাদের ধন্যবাদ জানায়।
প্রায় ৯০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে দুর্নীতির চর্চা, পরিচালনাগত ফাঁক-ফোকর সম্পর্কিত উদ্বেগেরে সমাধান দেয়া হয়েছে এবং সংস্কারের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইনী প্রস্তাব, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজিদের সম্মতি ব্যবস্থা, খেলোয়াড়দের সুরক্ষা, ঝুঁকি পর্যবেক্ষণ এবং গণযোগাযোগ কাঠামো কাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে।
চলমান এবং সম্ভাব্য কার্যক্রমের সততার জন্য বিসিবি আপাতত নির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে মন্তব্য বা প্রতিবেদনের কোনও অংশ প্রকাশ করবে না। বোর্ড কমিটির সুপারিশ বিবেচনা করবে এবং আইসিসি দুর্নীতি বিরোধী আইন অনুসারে প্রাসঙ্গিক কর্তৃপক্ষ এবং যেখানে প্রয়োজন সেখানে অংশীদারদের সাথে সমন্বয় করে আরও তদন্ত করবে।
তদন্ত কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) নামে একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট প্রতিষ্ঠা করেছে। এর নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান। বিসিবি স্বচ্ছ, নিয়ম-ভিত্তিক সংস্কার এবং খেলোয়াড়, কর্মকর্তা এবং ভক্তদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।









