সিলেট থেকে: আগে নোয়াখালী এক্সপ্রেস, পরে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হার দেখেছিল রংপুর রাইডার্স। এবার সিলেট টাইটানসের বিপক্ষেও হার এড়াতে পারল না। টানা তিন হারের স্বাদ পেল নুরুল হাসান সোহানের দল। রংপুরকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে সিলেট।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষদিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। ধুঁকে ধুঁকে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। জবাবে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।
৯ ম্যাচে ৫ জয়ে টেবিলে দুইয়ে পৌঁছেছে সিলেট। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রাজশাহী ওয়ারিয়র্স।
রানতাড়ায় দারুণ করেছেন পারভেজ হোসেন ইমন। ৩টি করে চার-ছক্কায় ৪১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১ চার ও ৪ ছক্কায় ২২ বলে ৩৩ রান করেন তৌফিক খান। ২৬ বলে ২১ রান করেন আরিফুল ইসলাম। আফিফ হোসেন করেন ১৫ বলে ১২ রান।
রংপুরের হয়ে নাহিদ রানা ২ উইকেট নেন। নাঈম হাসান ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।
আগে ব্যাটে নেমে নাসুম আহমেদ ও শহিদুল ইসলামের তোপে বেশ চাপে পড়ে রংপুর। মাহমুদউল্লাহ রিয়াদের ২৩ বলে ২৯ রানে শতক পেরোতে পারে। সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ২৪ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কার মার। ৪ চারে ২৩ বলে ২৯ রান করেন মাহমুদউল্লাহ। লিটন দাস ২২ এবং ইফতিখার আহমেদ ১৭ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন নাসুম ও শহিদুল। মঈন আলি ২ উইকেট এবং সালমান ইরশাদ নেন এক উইকেট।









