সিলেট থেকে: সিলেট পর্ব দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচ নিয়ে রোমাঞ্চ ও উত্তেজনা প্রকাশ করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগের দিন অনুশীলন শেষে দুদলের শক্তি ও সামর্থ্য নিয়ে শান্ত বলেছেন, ‘দুদলই খুব ভালো। আমি আলাদা ভাবে কোনো দলকে দেখতে চাচ্ছিনা। আগামীকাল যেই দল ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই খুব ব্যালেন্স সাইড আছে।’
‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। তাই এই চ্যালেঞ্জটা নেয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত।’
এবার শান্তসহ কয়েকজন ক্রিকেটারকে ২৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এ নিয়ে সন্তুষ্ট শান্ত, বলছেন অন্য দলগুলোও যেন ক্রিকেটারের অর্থ সঠিক সময়ে পরিশোধ করে দেয়।
এটি খুবই ইতিবাচক (ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট পেয়ে যাওয়া)। এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো। দেখে খুবই ভালো লাগছে যে খেলোয়াড়রা পেমেন্টগুলো ঠিকঠাক মতো পেয়েছে এখন পর্যন্ত।’
‘আমি রাজশাহীর কথা বিশেষভাবে বলতে গেলে খুব আগেই টাকাগুলো দিয়ে দিয়েছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয় নিয়ে খুবই পরিষ্কার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। তাই এটা একটা ইতিবাচক দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এভাবে প্লেয়ারদের পেমেন্টগুলো ঠিকঠাক দিয়ে দেবেন।’









