বিপিএল চলতি আসরের তৃতীয় দিনে আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স পেসার। তাতে ভর করে নোয়াখালীকে ১২৪ রানে থামিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আসরে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে অধিনায়ক পরিবর্তন করে নোয়াখালী। সৈকত আলীকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয় পাকিস্তানের হায়দার আলিকে। নতুন নেতৃত্বে টসে হেরে আগে ব্যাটে নামে ফ্র্যাঞ্চাইজিটি। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৪ রানে থামে নোয়াখালীর ইনিংস।
নোয়াখালী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন হায়দার আলি। এছাড়া মাজ সাদাকাত ২৫ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান রানা ১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
রিপন মণ্ডল ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট নেন। তানজিম সাকিব ২টি এবং বিনুরা ফের্নান্দো ও হুসাইন তালাত নেন একটি করে উইকেট।









