বিপিএল চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ করেছেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। তাদের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট টাইটানসকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে রাজশাহী।
রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। উদ্ধোধনীতে ৪১ রান তোলেন দুজনে। ২১ বলে ২৬ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করে আউট হন তানজিদ তামিম।
এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৭), মুশফিকুর রহিম (০) ও এসএম মেহেরোব হোসেন (০)। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।
হাল ধরেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। দুই কিউই তারকা মিলে যোগ করেন ৭৭ রান। দলীয় ১৫৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। নিশাম ফেরেন ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৪ রান করে। এরপর আরও তিন উইকেট হারালেও ১৬৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। উইলিয়ামসন ১ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন।
সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।







