বিপিএলে এলিমিনেটর ম্যাচে বল হাতে দারুণ করেছে সিলেট টাইটানস। খালেদ ও নাসুমদের দাপুটে পারফরম্যান্সে রংপুর ধুঁকেছে ইনিংসজুড়ে। কোয়ালিফায়ারের টিকিট কাটতে চায়ের নগরীর দলটির লাগবে ১১২ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রান করতে পারে রংপুর।
ইনিংসের শুরু থেকে রংপুরকে চেপে ধরেন সিলেট বোলাররা। ২৯ রানে ৪ উইকেট হারায় রংপুর। তাওহীদ হৃদয় ৪, ডেভিড মালান ৪, লিটন দাস ১ এবং কাইল মেয়ার্স আউট হন ৮ রান করে।
টপঅর্ডারের ব্যর্থতার পর পঞ্চম উইকেটে হাল ধরেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে ৩৪ রান যোগ করেন। ১১.২ ওভারে দলীয় ৬৩ রানে খুশদিলের আউটে জুটি ভাঙে। পাকিস্তান অলরাউন্ডার ৩ ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন।
ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান যোগ করেন আরও ৩১ রান। দলীয় ৯৪ রানে মাহমুদউল্লাহ ফেরেন। ২টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় দলটি। ফাহিম আশরাফ ৩ এবং সোহান ২৪ বলে ১৮ রানে আউট হন। ১০৮ রানে নবম উইকেট হারায় রংপুর। আলিস ফেরেন ৪ রান করে।
সিলেট বোলারদের মধ্যে খালেদ আহমেদ ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। নাসুম ১২ রানে ২ উইকেট এবং ক্রিস ওকস ১৫ রানে নেন ২ উইকেট।









