সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের ম্যাচ দুটো স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত ম্যাচগুলো বুধবার গড়াবে বলে জানিয়েছিল বোর্ড। তবে আবারও পরিবর্তন করা হয়েছে সূচি, আগামী ৪ জানুয়ারি হবে ম্যাচ দুটি।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় ম্যাচের সূচি পরিবর্তনের বিষয়টি জানিয়েছে বোর্ড। মঙ্গলবারের ম্যাচের টিকিটেই দর্শকরা নতুন সূচিতে ম্যাচ দেখতে পারবে। এদিন প্রথম ম্যাচে সিলেট টাইটানসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালস নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলো সূচি অনুযায়ী গড়াবে। আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামপর্ব শুরুর কথা থাকলেও তাতে পরিবর্তন আনবে বিপিএল গভর্নিং কাউন্সিল।









