বিপিএলের দ্বাদশ আসর সামনে রেখে চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির পাশাপাশি মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের তারকা সাবেক শোয়েব আখতারকে। ফ্র্যাঞ্চাইজিটির ডাগআউটে প্রধান কোচ হিসেবে দেখা যাবে টবি রেডফোর্ডকে ।
নিলামের আগে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার সুযোগ রেখেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালস ক্যাটাগরি-এ থেকে তাসকিন আহমেদ এবং ক্যাটাগরি-বি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানের সঙ্গে চুক্তি সেরেছে দলটি।
আসন্ন আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। ৮ বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ ছিলেন রেডফোর্ড।
ইংলিশ এই কোচের বাংলাদেশের কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। ২০২০ সালে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচের দায়িত্বে ছিলেন তিনি।
পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অ্যাঙ্কর স্পোর্টসের চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির সিইও আতিক ফাহাদ এবং অ্যাঙ্কর স্পোর্টসের কৌশলগত অংশীদার স্টকহোম হান্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অনিক আকন্দের সঙ্গে চুক্তি সেরেছেন।
আসন্ন আসর থেকে ইউরোপিয়ান খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজটির সেতুবন্ধনের কাজ করবে অ্যাঙ্কর স্পোর্টস। যার মাধ্যমে ইউরোপীয় খেলোয়াড়রা বাংলাদেশে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা করার সুযোগ পাবে, অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটাররা ইউরোপীয় ক্রিকেটে অংশ নেওয়ার পথ খুলবে।
বিপিএলের আসন্ন আসরে অংশ নেবে ৬ দল। অংশগ্রহণকারী দলগুলো হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।









