বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে দিয়েছিলেন একদল বিক্ষুব্ধ দর্শক। দুদিন না যেতেই টিকিট না পেয়ে কাউন্টার ভেঙে ফেলেছেন টিকিট প্রত্যাশীরা। অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার সকালে মিরপুরে সুইমিং কমপ্লেক্স এলাকায় টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দিনের খেলা শুরুর আগে সকাল থেকে বিপুল সংখ্যক দর্শক কাউন্টারটিতে টিকিট সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। বিসিবি সেখানে টিকিট বিতরণের ব্যবস্থা করেছিল। তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।

প্রথমে বাঁশের নিরাপত্তা বেষ্টনি ভেঙে দেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং টিকিট বুথে ভাঙচুর চালান। এক পর্যায়ে দর্শকরা কাউন্টারে আগুন ধরিয়ে দেন।
অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।









