বিপিএল চলাকালীন গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল। ভিন্ন মঞ্চ হলেও বিপিএল ফাইনালে দেশসেরা এই ব্যাটারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবর্ধনা নেয়ার সময় সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক।
শুক্রবার শিরোপা মঞ্চে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় বরিশাল। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেয় বিসিবি। তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট। পরে ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন তামিম।
কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকেই সমর্থন দেয়ার আহবান জানালেন তামিম। বলেছেন, ‘কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফীয়ান নেই। শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এসব (নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া) বন্ধ করুন। এটাই আমার শেষ কথা।’
‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফীর ভক্ত। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।’
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখনও তার দখলে। ২৪৩ ম্যাচে করেছেন ৮৩৫৭ রান।









