উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসর শুরু করেছিল রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য গ্লোবাল টি-টুয়েন্টি লিগ চ্যাম্পিয়ন দলটি। নাহিদ রানা ও খুশদিল শাহর তোপে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দ্বিতীয় জয় পেল রংপুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনে সন্ধ্যার ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় রংপুর। নির্ধারিত ওভারে ৬ উইকেটে করে ১৫৫ রান। জবাবে ৯ উইকেটে ১২১ রান পর্যন্ত যেতে পারে সিলেটের ইনিংস।
আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। ২৮ রানে ৩ উইকেট হারায় দলটি। ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ জুটি লম্বা করতে পারেননি। ৪১ রান যোগ করেন দুজনে। ৬৯ রানে খুশদিল ফিরে যান ১৬ বলে ২১ রান করে। ইফতিখারকে সঙ্গী করে পরে ঝড় তোলেন সোহান। চারটি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৪১ রান করে আউট হন। শেষদিকে শেখ মেহেদী ৮ বলে ১৬ রান করেন। ইফতিখার অপরাজিত থাকেন ৪২ বলে ৪৭ রান করে।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও আল-আমিন হোসেন।
জবাবে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় সিলেট। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দলটি। সুরমাপাড়ের দলটির হয়ে ভালো করেছেন কেবল রনি তালুকদার। ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪১ রান। জাকের আলী অনিক ৩৩ বলে ২৪ রান করেন। জাকির হাসান করেন ১২ বলে ১৮ রান। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
রংপুরের হয়ে নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট নেন। খুশদিল শাহ ১০ রান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ রান খরচায় দুটি করে উইকেট নেন।









