এক ম্যাচে দুই সেঞ্চুরির ঝলক দেখল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। দুই ইনিংসে দুটি, হাসান ঈসাখিলের শতরানে নোয়াখালী এক্সপ্রেস বড় সংগ্রহ গড়ে। জবাবে তৌহিদ হৃদয়ের একশোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে নতুন দল নোয়াখালী, কোয়ালিফায়ারে খেলবে রংপুর। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের বন্দরে নোঙর করেছে রংপুর।
মিরপুরে টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। লক্ষ্যে তাড়ায় নেমে ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রংপুর।
বিপিএল অভিষেকে কদিন আগে ৯২ রান করা ঈসাখিল এদিন শুধু বিপিএলেই নয়, টি-টুয়েন্টিতেই নিজের প্রথম সেঞ্চুরি তুলেছেন। আরেক ওপেনার রহমত আলি ৯ এবং জাকের আলি ৩ রানে ফেরেন। হায়দার আলি ৩ চার ও এক ছক্কায় ৩২ বলে অপরাজিত ৪২ রান করেন। ঈসাখিল এবং হায়দার ৭৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
রংপুরের হয়ে নাহিদ রানা এবং আলিস আল ইসলাম একটি করে উইকেট নেন।
জবাবে রংপুরের ওপেনিং জুটিতে আসে ৪৯ বলে ৭৮ রান। ওপেনার ডেভিড মালান করেন ১৫ রান। আরেক ওপেনার হৃদয় ১৫ চার ও ২ ছক্কায় ৬৩ বলে করেন ১০৯ রান। লিটনের সাথে হৃদয় গড়েন ৬২ বলে ৮৭ রানের জুটি। অধিনায়ক লিটন ৩৫ বলে অপরাজিত ৩৯ করেন এবং খুশদিল শাহ অপরাজিত থাকেন ৩ রানে।
নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ এবং জহির খান একটি করে উইকেট নেন।









