বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ব্যাটিংয়ের সময় টাইমড আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন থমাস ও’কনেল। তাকে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। খুলনা অধিনায়কের ডাকে ফিরে আসেন থমাস। এমন ‘স্প্রিট অব ক্রিকেট’ প্রদর্শন করে প্রশংসিত হয়েছেন মিরাজ। খোদ শহিদ আফ্রিদিও প্রশংসা করেছেন টাইগার অলরাউন্ডারের।
বিপিএলের ১১তম আসরে আফ্রিদি এসেছেন চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে। আসরের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে গেছে আফ্রিদির দল চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ চলাকালীন সাক্ষাৎকারে মিরাজের প্রশংসা করেন পাকিস্তানি কিংবদন্তি।
বলেছেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো।’
৬.১ ওভারে পঞ্চম উইকেট হারায় চিটাগং। হায়দার আলী ফিরে গেলে ব্যাটে আসেন থমাস। কিছুটা দেরি করে ফেলেন ২২ গজে আসতে। টাইমড আউটের আবেদন করে খুলনা। আম্পায়ার সাড়াও দেন। আউট হয়ে মাঠ ছেড়েই যাচ্ছিলেন থমাস। পরের ব্যাটারও মাঠে ঢুকে পড়েছিলেন। তখন থমাসকে ব্যাটিংয়ে ডেকে নেন মিরাজ। অধিনায়কের সঙ্গে তাল মেলান সতীর্থরাও।
নাটকীয়তার পর থমাস ফিরে আসেন ক্রিজে। মোহাম্মদ নওয়াজের প্রথম বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। মিরাজ বল তালুবন্দি করেন। রানের খাতা খোলার আগেই ফিরে যান থমাস।









