সিলেট থেকে: বিপিএলের দ্বিতীয় দিন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মাঠেই হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন শুনতে পেলেন তখন তিনি ক্রিজে, ব্যাট করছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেও শোকে কাতর ছিলেন শান্ত, দেশবাসীর কাছে দোয়া চাইলেন জাকির জন্য।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ঢাকা ক্যাপিটালস টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। লক্ষ্যে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ঢাকা।
ম্যাচের পর জাকির মৃত্যু প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে যেন শব্দ খুঁজে পাচ্ছিলেন না শান্ত। বলেছেন, ‘দুর্ভাগ্য বলব না, কোন শব্দ ব্যবহার করব আমি জানি না। টসের পর দেখলাম সুস্থ একটা মানুষ পড়ে গেল। তারপর সিপিআর দেওয়া হলো। পালস একবার এসেছিল।’
‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। দেশের মানুষকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিলেন। অনেক লম্বা সময় উনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্লেয়ারদের অনেক সাপোর্ট করতেন। এতটুকু অনুরোধ করব, সবাই উনার জন্য দোয়া করবেন। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে উনাকে ক্ষমা করে দেবেন।’
‘উনার পরিবারের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। দূর থেকে হলেও উনার ফ্যামিলির পাশে থাকবেন। আমি তখন ব্যাটিংয়ে ছিলাম, তখনই জানতে পারি। সবাই তো… অবাক হওয়ারই বিষয়। কেউ আশা করিনি এমন কিছু হবে। কেউ জানি না কে কখন চলে যাবে। সবাই অনেক অবাক হয়েছি। কিন্তু দোয়া করা ছাড়া বেশি কিছু করার নেই।’
এই খবর শোনার পর ম্যাচের বাকি অংশে খেলোয়াড়দের মধ্যেও শোকের ছাপ পরে জানিয়ে শান্ত বলেছেন, ‘এটা তো খুব হৃদয়বিদারক খবর ছিল। সবাই চমকে গেছে, সবাই চুপচাপ ছিল, মন খারাপ ছিল। এটা তো আসলে আমাদের হাতেই নেই। মন খারাপ নিয়েই সবাই খেলেছে। এটা মাথায় নিয়েই আমি খেলি। প্রফেশনাল ক্রিকেট, প্রফেশনালিজম মেইনটেইন করা জরুরী। তবে প্রত্যেক ক্রিকেটারের জন্য আজকের দিন কঠিন ছিল।’
জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়।
সিলেট থেকে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ কুমিল্লায় নিজ বাড়িতে পাঠানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।









