চট্টগ্রাম থেকে: নারী বিপিএল চালু করার আলোচনা ছিল আগে থেকেই। পূর্বের বোর্ডে আলোর মুখ না দেখলেও প্রথমবার মাঠে গড়াতে চলেছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ছেলেদের বিপিএল শেষের পরপরই তিন দল নিয়ে মেয়েদের আসর গড়াবে।
শুক্রবার মেয়েদের বিপিএল নিয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে চট্টগ্রামে সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও ছেলেদের বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।
‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’
তিন দলের অংশগ্রহণে লিগপর্বে দুটি করে রাউন্ড খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচে একজন করে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। সবগুলো ম্যাচই মিরপুরে গড়ানোর পরিকল্পনা রয়েছে। ৭-৮ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে, জানান নাজমুল আবেদীন।
‘ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। সময়সীমা ৮-৯ দিনের ভেতরে শেষ হবে। আমরা এরইমধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা ওয়ান অফ একটা টুর্নামেন্ট হবে। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টুয়েন্টি ফরম্যাটে সেটার প্রভাব কীরকম হয়। আমরা আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেকধাপ এগিয়ে নেবে।’
ছেলেদের বিপিএলের ফাইনাল গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে একইমাসে পর্দা উঠবে মেয়েদের আসরটির।









