তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ের পর এনামুল হক বিজয় ও রায়ান বুর্লের দারুণ ব্যাটিংয়ে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আসরের প্রথম জয় পেয়েছিল দুর্বার রাজশাহী। তৃতীয় ম্যাচে ফের হার দেখল দলটি। উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএলে মিরপুরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে চিটাগং কিংস। রেকর্ড তাড়ায় নেমে ১০৫ রানে হার দেখেছে রাজশাহী।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২১৯ রান তোলে চিটাগং। বিপিএলের ইতিহাসে মিরপুরে সর্বোচ্চ রানের সংগ্রহ এটি। আগে সর্বোচ্চ ছিল ২ উইকেটে ২১৮ রান। ২০২০ আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে করেছিল খুলনা টাইগার্স। জবাবে নেমে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। তিন ম্যাচে রাজশাহীর দ্বিতীয় হার এটি। খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে আসর শুরু করা চিটাগং দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল।
রানতাড়ায় নেমে চিটাগং বোলারদের সামনে সুবিধা করতে পারেননি রাজশাহীর ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ হারিসের ব্যাটে। দুটি চার ও তিন ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন পাকিস্তান ব্যাটার। আকবর আলী ১২ বলে ১৮, ইয়াসির আলী রাব্বি ১৫ বলে ১৬ রান করেন।
চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম নেন দুটি উইকেট।
আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি চিটগংয়েরও। ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় দলটি। হাল ধরেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক, জুটি ভাঙে।
বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। আগের রেকর্ডে ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে ব্রেন্ডন টেইলর ও নাঈম ইসলাম উদ্বোধনী জুটিতে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৮ রান করেছিলেন।
৪৮ বলে সেঞ্চুরি করেন উসমান খান। সেঞ্চুরির পথে ছিল ১১ চার ৫ ছক্কার মার। বিপিএলের সব আসর মিলিয়ে ৩৩তম সেঞ্চুরি এটি। পাকিস্তান ব্যাটার ৬ ছক্কা ও ১৩ চারে ৬২ বলে ১২৩ রান করে আউট হন। চিটাগংয়ের হয়ে মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ এবং হায়দার আলী ৮ বলে ১৯ রান করেন।
রাজশাহী বোলারদের হয়ে দারুণ করেছেন তাসকিন। ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন টাইগার পেসার।









