বিপিএলের চতুর্থ দিনে প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন দুর্বার রাজশাহীর সাব্বির হোসেন। ক্যাচ নিতে গিয়ে সতীর্থ শফিউল ইসলামের সাথে ধাক্কা লেগে আঘাত পান। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
১৪তম ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীর ডেলিভারি লংঅনে উড়িয়ে মারেন উসমান খান। ফাইন লেগ ও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল থেকে দৌঁড়ে আসেন দুই ফিল্ডার শফিউল ও সাব্বির। বল তালুবন্দি করতে না পারলেও সংঘর্ষ হয় দুজনের মধ্যে। একটু নিচু হয়েছিলেন সাব্বির। মাথায় আঘাত পান তিনি।

গুরুতর আঘাত পেয়ে মাঠে শুয়ে পড়েন সাব্বির। ফিজিও ও মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করেন। শোয়া থেকে উঠতে পারছিলেন না তিনি। পরে স্ট্রেচারে বাউন্ডারির বাইরে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল টিমের সাথে হেঁটে ডাগআউটে যান সাব্বির।









