কদিন আগে গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছে রংপুর রাইডার্স। বিপিএলের ১১তম আসরেও দলটির শুরু হল দারুণ। ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে আসর শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে আগে ব্যাটে পাঠায় ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।
আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। ২০ রানে দুই ওপেনারকে হারায় দলটি। সেখান থেকে টেনে নেন সাইফ হাসান ও ইফতিখার আহেমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন। দলীয় ১০৯ রানে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন সাইফ।
দলীয় ১৩২ রানে ফিরে যান ইফতিখার। আট চারে ৩৮ বলে ৪৯ রান করেন। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড় তোলেন খুশদিল শাহ। সোহান ১১ বলে ২৫ রানে ফিরে যান। ছিল ৮টি চারের মার। খুশদিলের ঝড়ো ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল।
ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন। মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট।
জবাবে নেমে ভালো শুরু পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ ২১ বলে ৩০ রানে ফিরে গেলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। তিনে নামা হাবিবুর রহমান সোহান ভালো শুরুর আভাস দেন। প্রথম বলে শেখ মেহেদীকে ছক্কা হাঁকান। পরের বলে টপ এজ হয়ে ফিরে যান।
এক ওভার পর লিটন ফিরে যান ২৭ বলে ৩১ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। পরে ধস নামে ঢাকার ইনিংসে। শেষপর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানে থামে তারা। ঢাকার হয়ে দুঅঙ্কের ঘরে পৌঁছেছেন স্টিপেন এসকেনজি (১৭), থিসারা পেরেরা (১৭), মুকিদুল ইসলাম (১৮) এবং নাজমুল হোসেন অপু ১২ রান।
রংপুরের হয়ে শেখ মেহেদী ২৭ রান খরচায় ৪ উইকেট নেন। খুশদিল শাহ নেন দুই উইকেট।









