বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর দুইশ রানের কাছাকাছি সংগ্রহ টপকে জিতেছে ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। রানতাড়া করার লক্ষ্য নিয়ে আসর শুরু করছে ঢাকা। টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ গড়িয়েছে সন্ধ্যা ছয়টায়। ওপেনিংয়ে লিটন কুমার দাস ও তানজিদ তামিমে ভরসা রেখেছে ঢাকা।
এনসিএলে আলো ছড়ানো বোলার আলাউদ্দিন বাবু আছেন ঢাকার বোলিং ইউনিটে। মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাজমুল ইসলাম অপু।
চার বিদেশি নিয়ে একাদশ গড়েছে রংপুর। অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলরে শুরুতে ভরসা রাখছেন কোচ মিকি আর্থার। খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ আছেন একাদশে। দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন নাহিদ রানা, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দীনের মতো তারকারা।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন কুমার দাস, তানজিদ তামিম, স্টিপেন এসকিনাজি, হাবিবুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আমির হামজা, ফারমানুল্লাহ শাফি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান জুনিয়র, নাহিদ রানা, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর।









