পর্দা নামছে বিপিএল দ্বাদশ আসরের। প্রায় একমাস চলা দেশের ক্রিকেটের মহাযজ্ঞের ফাইনাল গড়াল মিরপুরে। শিরোপামঞ্চে টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় গড়িয়েছে শিরোপা মহারণ। তার আগে জমকালো আয়োজনে উন্মোচন করা হয়েছে আসরের নতুন ট্রফি।
দুবাই থেকে ২৫ লাখ টাকা খরচে হীরাখচিত ট্রফি বানিয়ে এনেছে বিসিবি। হেলিকপ্টারে বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়ামে আনা হয়েছে। ট্রফি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও এশিয়াকাপ জয়ী অধিনায়ক সালমা খাতুন। ট্রফির সাথে ফটোসেশন করেন দুই ফাইনালিস্ট অধিনায়ক রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী হাসান।
আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিনে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল সিলেট টাইটানস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।
সাহিবজাদা ফারহান, কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও বিনুরা ফের্নান্দোর মতো বিদেশি তারকাদের নিয়ে একাদশ গড়েছে রাজশাহী। চট্টগ্রামের একাদশে আছেন মির্জা তাহির বেগ, আমের জামাল, আসিফ আলি ও হাসান নাওয়াজের মতো ক্রিকেটাররা।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহেরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম সাকিব, বিনুরা ফের্নান্দো ও হাসান মুরাদ।
চট্টগ্রাম রয়্যালস একাদশ: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, হাসান নাওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমের জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও জাহিদুজ্জামান।







