ম্যাচ যায় আর ম্যাচে আসে, অপেক্ষা যেন আর ফুরায় না। ২৬টি ম্যাচ পার হয়ে গেলেও দুইশ রানের দেখা পায়নি কোনো দল। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৯৩ রান, সিলেটে বরিশালের বিপক্ষে করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৭তম ম্যাচে এসে অবশেষে বিপিএল দেখল দুইশ রানের মুখ। দুই বিদেশি রেজা হেন্ডরিক্স ও জেমস নিশামের তাণ্ডবে চট্টগ্রামের বিপক্ষেই আসরে প্রথম দুইশ রান পার করলো রংপুর রাইডার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২১১ রান করে রংপুর।
ব্যাটে নেমে ঝড়ো শুরু পায় রংপুর। উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। ৬.৫ ওভারে রনি তালুকদার ফিরে যান ১৭ বলে ২৪ রান করে। ১০.১ ওভারে শতরান পূর্ণ করে রংপুর।
তিনে নামা সাকিব আল ফিরে যান দলীয় ১২১ রানে। তিনটি চার ও এক ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন টাইগার অলরাউন্ডার। তার আগে ব্যাট হাতে অনবদ্য এক মাইলফলকে নাম লেখান সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইফলক স্পর্শ করন টাইগার অলরাউন্ডার। এতে সাকিবের লেগেছে ৩৮৭ ইনিংস।
১২.৩ ওভারে ১২২ রানে হেনড্রিক্স আউট হয়ে যান। তিন ছক্কা ও পাঁচ চারে করেন ৪১ বলে ৫৮ রান। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড় তোলেন জেমস নিশাম। পাঁচ চার ও তিনি ছক্কায় ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্ডে দুটি চার ও একটি ছক্কায় ২১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সোহান।
চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন সাকিল নেন দুটি, এছাড়া নিহাদুজ্জামান নেন এক উইকেট।







