চট্টগ্রাম থেকে: মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একশ ম্যাচ খেলার কীর্তি গড়ছেন এনামুল হক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের ওপেনার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচ দিয়ে একশ পূর্ণ করতে চলেছেন।
৯৯ ম্যাচে ১,৯১৬ রান করেছেন বিজয়। অপেক্ষায় আছেন ষষ্ঠ ব্যাটার হিসেবে বিপিএলে দুই হাজার রানের মাইলফলক ছোঁয়ার।
বিপিএলের নবম আসরে এসে দুই ক্রিকেটারকে ম্যাচ খেলায় সেঞ্চুরি পূর্ণ করতে দেখা গেল। ম্যাচ খেলায় নাইনটিজে রয়েছেন ইমরুল কায়েস ৯৮*, মাশরাফী বিন মোর্ত্তজা ৯৭*, মাহমুদউল্লাহ রিয়াদ ৯৬*, সাকিব আল হাসান ৯২*, মোহাম্মদ মিঠুন ৯৪*, সাব্বির রহমান ৯৪*।







