ভারতে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হারের পর বিভিন্ন দিক থেকে সমালোচনার তীর ধেয়ে আসছিল ইংল্যান্ডের দিকে। এ কাতারে যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় জিওফ্রে বয়কট। তিনি ইংল্যান্ডের আক্রমণাত্মক বাজবল খেলা পছন্দ করেছেন, তবে দলের কাছ থেকে জয়ই তার প্রথম পছন্দ।
৮৩ বর্ষী বয়কট ইংলিশ গণমাধ্যমে বলেছেন, ‘বাজবল টেস্ট ক্রিকেটকে ভালো ছন্দ দিয়েছে এবং ইংল্যান্ড তার জন্য প্রশংসার দাবিদার। মাঝে মাঝে এটা আমার বেশ পছন্দ হয়। তবে আমি জিততে বেশি পছন্দ করি এবং ইংল্যান্ড বিশ্বের সেরা দুটি দলকে হারাতে ব্যর্থ হয়েছে: আগে অস্ট্রেলিয়া এবং এখন ভারত।’
বয়কট গত বছরের অ্যাশেজ হারের বিষয়টি টেনে এনেছেন। ব্রেন্ডন ম্যাককালামের অধীনে শিরোপা হারালেও সিরিজ ২-২তে ড্র করে। সে কথা তুলে ধরে সাবেক ওপেনার লিখেছেন, ‘ব্যাটিংই তাদের অ্যাশেজ ডুবিয়েছে।’
চতুর্থ টেস্টের কথা উল্লেখ করে বয়কট আরও লিখেছেন, ‘আমি বেন স্টোকসের অধিনায়কত্ব পছন্দ করি কিন্তু চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে দুজন স্পিনার জো রুট এবং টম হার্টলিকে দিয়ে বল করিয়ে বড় ভুল করেছে। তৃতীয় দিনের শেষ ২৫ মিনিটে ভারত সহজে মূল্যবান ৪০ রান তুলে ফেলে। সেটাই তাদের ইনিংসে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল।’
চতুর্থ টেস্টে ৫ উইকেটের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয় ইংল্যান্ডের। এখন শেষ টেস্ট শুধুমাত্র নিয়মরক্ষার লড়াই। তার আগে দুদলের হাতে দীর্ঘ সময় রয়েছে। ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ৭ মাচ।








