বলিউডকে ছাপিয়ে পশ্চিমবঙ্গে বাংলা ছবির জয়জয়কার! আলিয়া ভাটের ‘জিগরা’ কিংবা রাজকুমার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ টিকতে পারেনি দেব-শিবপ্রসাদদের সামনে। যার ফলে নাকি চওড়া হাসি টলিউডে!
মুক্তির প্রায় ৩ সপ্তাহেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সৃজিত-দেবের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদের ‘বহুরূপী’। এই দুই বাংলা ছবির চেয়ে যদিও বেশ পিছিয়ে মিঠুনের ‘শাস্ত্রী’।
তবে বক্স অফিস যুদ্ধে সুপারস্টার দেবের ‘টেক্কা’-কে পেছনে ফেলে রীতিমত ভেলকি দেখাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। পরিচালক হিসেবে টলিউডে তার গ্রহণযোগ্যতা সবমহলে। কিন্তু অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে আবিষ্কার করিয়েছে ‘বহুরূপী’।
৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘টেক্কা’। বিগত ১৮ দিনে বক্স অফিসে দেব-সৃজিত জুটির ছবির আয় ৪.১০ কোটি টাকা। টেক্কার অফিসিয়াল বক্স অফিস কালেকশন জানিয়েছেন প্রযোজক দেব।
দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘দারুণ উত্তেজনার সঙ্গে জানাচ্ছি, টেক্কা বক্স অফিসে দু-সপ্তাহে ৪.১০ কোটির গণ্ডি ছুঁয়েছে! সকলকে এই জার্নিটাকে সফল করে তোলার জন্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া সম্ভবপর হত না। এই আনন্দটা খাঁটি, কারণ আপনারা সঙ্গে আছেন’।
অন্যদিকে ‘বহুরূপী’ দেখতে প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। প্রযোজনা সংস্থার তরফে আয়ের কোনো হিসেব পাওয়া না গেলেও স্যাকনিল্ক.কম এর মতো বক্স অফিস পোর্টাল জানাচ্ছে, ১৬ দিনে এই ছবির আয় (গ্রস কালেকশন) ৮.৮৪ কোটি টাকা! বলা যায়, টেক্কার চেয়ে দ্বিগুণ ব্যবসা দিচ্ছে ‘বহুরূপী’। অন্যদিকে এখনো ১ কোটির মাইলফলক স্পর্শ করতে পারেনি ‘শাস্ত্রী’।








