অসংখ্য গানের গীতিকার ও বাউলশিল্পী আবদুল হামিদ মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
কিংবদন্তি এ বাউলশিল্পীর বিখ্যাত কিছু সৃষ্টি হচ্ছে, ঝাঁকে উড়ে আকাশজুড়ে দেখতে কী সুন্দর, জালালের জালালী কইতর। মায়াবিনী কালসাপিনী সহ অসংখ্য গানের গীতিকার শিল্পী আবদুল হামিদ। একাত্তরের রণাঙ্গনের বীর সিপাহী ছিলেন তিনি। তিনি সাংবাদিক সুবর্ণা হামিদের পিতা ও সাদিকুর রহমান সাকির শ্বশুর।
শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমআ শাহজালাল দরগা মসজিদে নামাজের জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।







