আগস্টের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সফরের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন। ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কেন উইলিয়ামসনও ইংল্যান্ডে যাবেন। দলের সঙ্গে সেখানেই পুনর্বাসন করা হবে অভিজ্ঞ এ ব্যাটারের।
ইনজুরি আক্রান্ত ২৮ বর্ষী জেমিসন ২০২২ সালের এপ্রিলে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাদ পড়েছিলেন অভিজ্ঞ এ পেসার। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টিতে দলে ফিরবেন।
গত বছরের আগস্টে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগ খেলছিলেন বোল্ট। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ২০২২ সালের সেপ্টেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ৩৪ বর্ষী বাঁ হাতি পেসার। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্কের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এ তারকা ক্রিকেটার।
নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের ইনজুরিতে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ৩১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম। তবে দলের সাথেই থাকবেন উইলিয়ামসন। সেখানেই তার ডান পায়ের লিগামেন্টের চিকিৎসা চলবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড দলের কর্তৃপক্ষ।
প্রথম সন্তানের জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জেমি নিশাম। এ সময় টি-টুয়েন্টি খেলে দেশে ফিরে আসবেন স্পিনার ইশ সোধি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলছেন, ‘সংযুক্ত আরব এবং ইংল্যান্ডের বিপক্ষে জেমিসনকে দলে ফেরাতে পেরে আমরা আনন্দিত। পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে সে যথেষ্ট পরিশ্রম করেছে। ওয়ানডে দলে বোল্ট ফেরায় তাকেও অভিনন্দন। ভারতে বিশ্বকাপের জন্য সে প্রস্তুতি নেয়া শুরু করেছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি।








