ব্রাজিল ফুটবলের কোচ হিসেবে দেশের বাইরে থেকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পেয়েছেন কার্লো আনচেলত্তি। তার সঙ্গে থাকা কোচিং প্যানেলে ছিলেন ছেলে ডেভিড আনচেলত্তি। ব্রাজিলে যাওয়ার পর বোটাফোগোর দায়িত্ব নিয়েছিলেন ডেভিড। তবে পাঁচ মাস না যেতেই বরখাস্ত হয়েছেন ডেভিড আনচেলত্তি।
বোটাফোগো কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়ান লিগ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। এরপরই ৩৬ বছর বয়সী ডেভিড আনচেলত্তিকে ছেড়ে দেয়ার কথা জানিয়েছে ক্লাবটি। রিও ডি জেনিরোর ক্লাবটি ব্রাজিলিয়ান লিগ ষষ্ঠ স্থানে শেষ করেছে। দলটি চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে।
সর্বশেষ কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোতে তে ইকুয়েডরের লিগা ডি কুইটোর কাছে হেরে যায় বোটাফোগো। বোটাফোগো এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিনের সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এই পদের জন্য এখনও কারও নাম ঘোষণা করেনি।
জুলাই মাসে ক্লাব বিশ্বকাপে দলটি শেষ ষোলো থেকে বিদায় নেয়ার পর বোটাফোগোর মালিক জন টেক্সটর রেনাটো পাইভাকে বরখাস্ত করার পর ডেভিড আনচেলত্তি ক্লাবে যোগ দেন। ডেভিড আনচেলত্তি এক দশকেরও বেশি সময় ধরে তার বাবার সাথে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।









