সানি দেওল, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি অভিনীত ছবি ‘বর্ডার ২’ এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। মুক্তির প্রথম দিনের জন্য ছবিটি কত আয় করতে পারে তা নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই হিসেব নিকেশ শুরু করেছেন।
সিনেমাটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করা প্ল্যাটফর্ম একাডেমিক এন্টারটেইনমেন্ট একটি প্রতিবেদনে সর্বশেষ আয়ের পরিসংখ্যান দিয়েছে। ছবিটি ২ডি এবং ডলবি সিনেস্ক্রিনেও মুক্তি পাচ্ছে। এই ছবিটিকে ১৯৯৭ সালের বর্ডারের সঙ্গে তুলনা করা খুবই স্বাভাবিক, তাই সিনেমাটিকে সবার আগে দর্শকের মন জয় করতে হবে। আর লোকমুখে পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়লেই, ব্যবসার গাড়ি চলবে তড়তড়িয়ে।
প্রতিবেদন অনুসারে, ছবিটি ব্লক আসন নিয়ে ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই ৫.৮৪ কোটি টাকা আয় করেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে এবং সব ঠিকঠাক থাকলে ছবিটির সংগ্রহ প্রায় ৭০০ কোটি টাকা হতে পারে।
ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে ‘বর্ডার ২’নিয়ে। ছবিতে বরুণ ধাওয়ানের অ্যাকশনের পাশাপাশি, সানি দেওলের সংলাপও বেশ আলোচনায়। ছবির ট্রেলার নিয়ে পুরনো ছবিটির মতোই উত্তেজিত দর্শকরা।
ভক্তরা দীর্ঘদিন ধরেই বর্ডারের সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন, তাই ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে বেশ মোটা অঙ্কের আয়ই করতে পারে। একটি সুবিধাও রয়েছে যে এই মুহূর্তে এই ছবিটিকে বক্স অফিসে টক্কর দেওয়ার মতো কোনো কঠিন প্রতিযোগিতা নেই।









