হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ১৭ মার্চ। বিশেষ দিনটি সামনে রেখে বইমেলা ও লেখক সম্মাননাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার প্রকাশনা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালনে সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার প্রকাশনা ৩ দিনব্যাপী বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার প্রদান, ৩৫ জন বিশিষ্ট লেখককে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রেসক্লাব মিলনায়তনে হবে এই আয়োজন। এতে বাংলাদেশ ও কলকাতার লেখক সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।
১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে আয়োজন। শুরুর দিনে বইমেলা উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল ১১টা থেকে শুরু, এদিন দুপুরে নির্বাচিত কবিদের কবিতা পাঠ দুপুর ২টায়। ১৮ মার্চ দুপুর ২টায় সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার প্রদান। সাংবাদিক ও লেখকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ১৯ মার্চ।







