আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি যাওয়ার পথে বোমা আতঙ্কে মাঝ আকাশে উড়োজাহাজের পথ পরিবর্তণ করে রোমে অবতরণ করানো হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’ এর এইট ফ্লাইটে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, একটি মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি ঘিরে জরুরি অবতরণের এই পদক্ষেপ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সেই হুমকি সম্পূর্ণ ভুয়া ছিল বলে জানা গেছে।
আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরপত্তাজনিত কিছু ইস্যু ঘিরে ওই বিমানকে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। রোবারের এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে।
যদিও জানা গেছে, যাত্রীদের নিয়ে ওই বিমান আজ সোমবারই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লিগামী ওই যাত্রীবাহী উড়োজাহাজের বাঁক রোমের দিকে ঘুরতেই ফ্রান্সের বায়ুসেনার যুদ্ধবিমান তাকে ঘিরে ফেলে। ওই যুদ্ধবিমানগুলো যাত্রীবাহী উড়োজাহাজকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে। এরপরই রোমের আইনশৃঙ্খলা বিভাগ, আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজকে ভালোভাবে নীরিক্ষণ করে। সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় বিমানের ভিতর।
ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট ‘ফ্লাইট ইমার্জেন্সি’ জানায়, সম্ভাব্য বোমা হামলার হুমকির জেরে উড়োজাহাজের গতিপথ পাল্টানো হয়। ১৯৯ জন যাত্রীকে নিয়ে নিউ ইর্কের মাটি ছেড়ে দিল্লির দিকে রওনা হয়েছিল উড়োজাহাজটি।
প্রতিবেদনে বলা হয়, বিমান যখন ক্যাসপিয়ান সাগরের ওপর দিয়ে উড়ছিল, তখনই এই বিমানে বোমা হামলার হুমকি আসে। হুমকি আসে মেইল-এ। তারপরই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়।









