শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা বাঙালি সনাতনধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে বলিউডে জমজমাটভাবে পালন করা হয় এই উৎসব।
কলকাতার পাশাপাশি মুম্বাইয়েও দুর্গাপূজা ঝলমল করে তারকাদের উপস্থিতিতে। সাধারণ মানুষের মতোই বলিউডের তারকারাও বিভিন্ন প্যান্ডেলে দুর্গাপূজা দেখতে বেরিয়ে পড়েন। সেই সঙ্গে চলে মাতৃবন্দনাও।
প্রায় প্রতি বছরই মুম্বাইয়ের মুখার্জী বাড়িতে ঝমকালো আয়োজনে বসে শারদীয় দুর্গোৎসব। যেখানে বলিউড অভিনেত্রী কাজল, রানী মুখার্জী, তনুজা, তানিশা মুখার্জীর পাশাপাশি দেখা মেলে আরও অনেক বলিউড তারকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ষষ্ঠীর সন্ধ্যায় পূজোর আয়োজনের মধ্য দিয়েই শুরু হয়ে গেছে দুর্গোৎসব। ইতোমধ্যে তাদের দেখাও মিলেছে পূজা মন্ডপে।
শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমীর দুপুরেই ছেলে যুগকে নিয়ে পূজা মন্ডপে হাজির হয়েছেন কাজল। এসময় গোলাপী শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। দেখা মিলেছে রানী মুখার্জীরও। গোল্ডেন শাড়িতে নজর কেড়েছে তিনি। আরও দেখা মিলেছে বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনি ও কন্য এষা দেওলেরও।








