পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের। আর এই উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে পুরস্কার জিতলো ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ’বলী’ (দ্য রেসলার)।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে এ পুরস্কার ঘোষণা করা হয়। বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। মর্যাদাপূর্ণ এ উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে ’বলী’ এই পুরস্কার জিতলো!
এ বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ’বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ছবি ’সেপ্টেম্বর ১৯২৩’। দুটি সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’। ছবিটির প্রযোজক পিপলু আর খান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে।







