বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত বল করে ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। পারফরম্যান্সটি তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। অজিরা ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আরও সুখবর পেলেন ৩৫ বর্ষী বোল্যান্ড। একলাফে ২৯ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকে পড়েছেন তিনি।
বুধবার আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে বোল্যান্ডের অবস্থান দশে। ক্যারিয়ারসেরা ৭৪৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ডানহাতি পেসার। ২১ উইকেট নিয়ে সিরিজে তৃতীয় সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন।
সিরিজসেরা জাসপ্রীত বুমরাহ এখনও শীর্ষে আছেন। বোর্ডার-গাভাস্কার সিরিজে মোট ৩২ উইকেট তুলেছেন তিনি। যদিও এসসিজিতে শেষ ইনিংসে বল করতে পারেননি চোটে পড়ে। ম্যাচে অধিনায়কত্বও করেন বুমরাহ।
বাজে পারফর্ম করে সিরিজজুড়ে আলোচনায় থাকা কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ক্যারিয়ারে একযুগে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছেন। তার বর্তমান অবস্থান ২৯এ। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ২০১২ সালে সর্বনিম্ন ৩৬-এ ছিলেন।
একধাপ এগিয়ে তিনে থাকা অজি অধিনায়ক প্যাট কামিন্স দুইয়ে উঠেছেন। সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা চার থেকে তিনে উঠেছেন। টেস্টের সেরা বিশে বাংলাদেশের একমাত্র বোলার স্পিনার তাইজুল ইসলাম।
ব্যাটিংয়ের শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা তিনধাপ এগিয়ে ৯ থেকে ৬এ উঠেছেন। তিনধাপ উন্নতি করে ১২ থেকে ৯তে উঠেছেন ভারতের রিশভ পান্ট। সেরা ৪০-এর মধ্যে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।









