মাছ ধরতে গিয়ে নিখোঁজ গোপালগঞ্জের কোটালীপাড়ার বিপুল মণ্ডলের মরদেহ ৩৮ ঘন্টা পর একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে কোটালীপাড়ার গচাপাড়ার খাল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা থানার ওসি মো, আবুল কালাম আজাদ।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
তিনি বলেন, পরদিন রোববার সকালে ওই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকায় পরনের ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চ লাইট দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল সারাদিন খালের ওই স্থানে তল্লাশি চালিয়েও খোঁজ না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করে। এরপর আজ স্থানীয় লোকজন গচাপাড়া খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে বিপুলের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি বলেও জানান পুলিশ।









