কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া রিফাত (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত যুবক রিফাত পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতের দুলাভাই রাজিব শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে শনিবার বিকেলে তার শ্যালক রিফাতকে সাথে নিয়ে উপজেলার চরটেকী এলাকায় অবস্থিত ‘মিনি কক্সবাজার’ নামক ব্রহ্মপুত্র নদের পাড়ে গোসল করতে যান। এ সময় স্রোতের টানে রিফাত তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রাজিবও পানিতে ডুবে যায়। স্থানীয়রা রাজিবকে তাৎক্ষণিক উদ্ধার করলেও রিফাতকে খুঁজে পায়নি। রাজিবকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি অনেক মানুষ সচেতনতার অভাবে ওই এলাকায় ভ্রমণে যাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ভ্রমণ স্পটে সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।









