ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক ভবঘুরে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে হাসপাতালের প্রধান ফটক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, সম্ভবত গভীর রাতে মারা গেছে ওই নারী ।
ঠাকুরগাঁও থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের প্রধান ফটক থেকে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি পুলিশ ওই নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। আঙ্গুলের ছাপে প্রাথমিকভাবে জানা গেছে, মৃত নারীর নাম নাজমা খাতুন, বাবার নাম আব্দুল হামিদ।
তিনি জানান, দুপুরে ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
খোরশেদ আলী নামে এক ব্যক্তি জানান, ওই নারীকে বেশ কিছু দিন ধরে হাসপাতাল এলাকায় ভবঘুরে হিসেবে দেখেছেন। তবে লাশের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।









