মাগুরা সদর উপজেলা জাগলা চারাবটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম রোমান (৩৮) নামের একজন মোটর শ্রমিক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২০ জানুয়ারি) সোমবার সকালে জাগলা বটতলা থেকে শ্রমিক নেতা রোমানের মরদেহ এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নিহত রোমান শহরের পাল্লা গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রোমান তার মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করে জীবীকা নির্বাহ করতেন। রোববার মধ্যরাতে তিনি যাত্রী নিয়ে জাগলা এলাকায় যান। পরে আজ ভোরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোন ক্ষত কিম্বা আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে তিনি পথিমধ্যে অসুস্থ হওয়ার কারণে মৃত্যুবরণ করতে পারেন এমন ধারনা করছেন অনেকে।
কারণ তার ব্যবহৃত মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় সড়কে দাঁড় করানো ছিল। অন্যদিকে রোমান মৃত অবস্থায় সড়কের পাশে একটি ঘরের দেয়ালে হেলান দেয়া ছিলেন।









