মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর আলমগীর হোসেন নামের একজন যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে ওই যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিরকুটে অজ্ঞাত একজন নারীর বরাতে লেখা আছে ৫ বছর অনৈতিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম।
গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হতাকারীদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।








