পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ পড়ে ছিল ভাড়াবাসার গলির রাস্তার উপর। নিখোঁজের মাত্র একদিন পর এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা, শোকে ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকা।
নিহত শিশুটির নাম আকলিমা আক্তার আলিফা। ২২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার ভাড়াবাসার গলির রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলিফা স্থানীয় আলী মিয়ার মেয়ে এবং দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মেয়ের নিথর দেহ দেখে আহাজারিতে ভেঙে পড়েন মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলে ওঠেন,
“আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। তার এই আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ২১ ডিসেম্বর দুপুরের পর বাড়ি থেকে বের হয় আলিফা। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। আতঙ্কিত স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সারা রাত কেটেছে উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়।
পরদিন সকালে গলির রাস্তার পাশে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, নিহত শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিষ্পাপ আলিফার এমন নির্মম মৃত্যুতে শুধু একটি পরিবার নয়,পুরো এলাকা আজ শোক আর ক্ষোভে স্তব্ধ।








