‘হাত-পা বাঁধা’ অবস্থায় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) কাজি রফিক।
কাজি রফিক বলেন, ‘সকাল ৯ টার দিকে কয়েকজন যুবক একটি লাশ নিয়ে আসে। লাশটি হ্যাংগিং অবস্থায় ছিল বলে জানা গেছে। তার হাতে দাগ আছে। পরবর্তীতে আমরা লাশটি সোহরাওয়ার্দী হাসপাতালের হস্তান্তর করি’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি। আমার তদন্ত করে বিষয়টি জানার চেষ্টা করছি।
এদিকে, মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, সাব্বিরের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে আছি।








