ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা এলাকায় বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের সাত জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মনে করছে এটি আত্মহত্যা।
সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই সাত জন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।
মঙ্গলবার (২৭ মে) প্রত্যক্ষদর্শীরা গাড়ির ভিতর ৭ জনের ধস্তাধস্তি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে ৭ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বরধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। গাড়িতে ছিলেন বছর ৪২-এর প্রবীণ, তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান দুই মেয়ে ও এক ছেলে।
পুলিশ জানতে পেরেছে, প্রবীণের বাজারে অনেক ধারদেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।









