পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । এ সময় আরও ২জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে । বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হলেন, বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩), একই এলাকার আ. গফুরের ছেলে মুস্তাকিন (২১)। অসুস্থরা হলেন, বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) এবং হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।
স্থানীয়দের বরাতে জানা যায়, বেড়া দক্ষিনপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। বৃহস্পতিবার ওই সেপটিক ট্যাংকে নির্মাণ সামগ্রী অপসারন করতে নেমে ঘটনাস্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরো দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে অসুস্থ দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভিতরের বিষাক্ত গ্যাসের কারনে এই হতাহতের ঘটনা ঘটেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)

