বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। সিরিজটি নিয়ে অদ্ভূত এক তথ্য জানা গেল। ভারত দলের কোনো এক খেলোয়াড় বন্ধু ও পরিবারের ২৭টি ব্যাগ সাথে নিয়েছিলেন, যার পরিবহন খরচ শোধ করতে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে। এমন খবর ভারতীয় সংবাদমাধ্যমে।
দলের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত কাজে ব্যাগ নেয়া ওই খেলোয়াড়ের নাম অবশ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যম। সেসব ব্যাগের জন্য ক্রিকেট বোর্ডটিকে প্রায় এক লাখ রুপি পরিশোধ করতে হবে। বিসিসিআই এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত দলের সাথে পরিবার যাওয়া বা অন্য বিষয়গুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে প্রতিবেদনে লেখা হয়েছে।
ব্যাগগুলো ওই ক্রিকেটারের পরিবার, ব্যক্তিগত কাজের লোকের ছিল। যিনি পুরো সিরিজে সেগুলো নিয়ে ভ্রমণ করেছেন, যার ওজন ২৫০ কেজির বেশি।
সেই ক্রিকেটার ১৭টি ব্যাট নিয়েছিলেন। তবে বিসিসিআইয়ের নীতি অনুসারে খেলোয়াড়ের পরিবার এবং ব্যক্তিগত কাজের লোকের জন্য নিজেদের ব্যবস্থা করার কথা। তবে তিনি বিষয়টি ভালোভাবে সামলে পরিবারের ব্যাগগুলোও সাথে নিয়েছিলেন। এটা শুধু ভারত থেকে অস্ট্রেলিয়া নয়, সেখান থেকে ভারতে এবং তারপর ভিন্ন ভিন্ন শহরেও পৌঁছাতে হয়েছে।









