খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপির অফিসে বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিতে এমদাদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখসহ আরও দুই জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। পরে বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে মামুন, এমদাদসহ ৩ জন গুরুত্বর আহত হয় ও মাথায় গুলি লাগে। পরে রত্তাক্ত অবস্থায় ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমদাদুলকে মৃত ঘোষণা করেন।
মো. মামুন শেখ খুলনা আড়ঘাটা থানার যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। এ ঘটনার পর যোগীপোল এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।









