সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বুধবার সারা দেশে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। বিএনপি নেতারা জানিয়েছেন, এই দাবিতে সমর্থন দেওয়া অন্য রাজনৈতিক দলগুলোও আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করবে। বিভাগ ও জেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা থাকবেন, রাজধানীতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে বিএনপি। সেখানে বিএনপি মহাসচিবসহ অন্য সিনিয়র নেতারা থাকবেন।






