ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন স্থানে দোয়া- মোনাজাত, পথসভা ও কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে ভোট চাইছেন তারা।
আনুষ্ঠানিক প্রচার- প্রচারণার প্রথম দিনে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি মেঘনা উপজেলায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। এসময় তাঁর সাথে ছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এদিকে বৃহস্পতিবার সকালে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ও নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার আগে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান সাধারণ ভোটারদের মাঝে। হাত মিলানো কৌশল বিনিময় সালাম বিনিময় মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। শুনেন সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথা।
নির্বাচনী সমাবেশে ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দুর্নীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে।
এদিকে কুমিল্লা-০৬ (সদর- সদর দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী সদর উপজেলা কালির বাজার অলিপুরে সমাহিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন।
কুমিল্লা-০৮ বরুড়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলাল গালিমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।









