প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আওয়ামী লীগ কখনই প্রতিশোধপরায়ণ নয়, প্রতিশোধ নিলে বিএনপির কোন অস্তিত্ব থাকত না। রোববার ২ জুলাই গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে এসে ওদের অত্যাচার থেকে কেউই বাদ যায়নি। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী রূপ এটা দেশের মানুষ দেখেছে। ওই অর্থ পাচার জঙ্গিবাদ সৃষ্টি এই অপকর্ম করেছে তারা। যারা জীবন্ত মানুষকে হত্যা করতে পারে, তাদের কাছে রাজনীতি বলে কিছু নেই। বাংলাদেশের ভাগ্য নিয়ে যেন কেউ খেলতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় আসলে আবার দেশের সর্বনাশ করবে। যারা মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গেছে তাদের কাছ থেকে আমাদের সবক শিখতে হবে, এই দৈন্যতা আমাদের নেই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এই দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ করেছি।
যুবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের বলব- লেখাপড়া ভালভাবে করতে হবে। নিজেদের উদ্যোক্তা হতে হবে।
তিনি বলেন, অনাবাদী যা জমি আছে সেগুলোতে চাষাবাদের উদ্যোগ নেন। তাহলে খাদ্যের ঘাটতি হবে না।







