আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সারাদেশের ২৩৭টি আসনে নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হবেন ৩টি আসন থেকে।
আরো যাদের নাম এসেছে সম্ভাব্য প্রার্থী ও আসন তালিকায়-
১. খালেদা জিয়া- ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর- ৩
২. তাহসিনা রুশদীর লুনা- সিলেট-২
৩. সানজিদা ইসলাম তুলি- ঢাকা ১৪
৪. শামা ওবায়েদ- ফরিদপুর-২
৫. চৌধুরী নায়াব ইউসুফ- ফরিদপুর-৩
৬. আফরোজা খানম রিতা- মানিকগঞ্জ-৩
৭. ইশরাত সুলতানা ইলেন ভুট্রো- ঝালকাঠি- ২
৮. সাবিরা সুলতানা – যশোর- ২
৯. সানসিলা জেবরিন- শেরপুর-১
১০. ফারজানা শারমিন পুতুল- নাটোর- ১
তালিকা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
অনেক আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একসঙ্গে আন্দোলন করা শরীকদের আসন এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।









