বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিবে বিএনপি।
তিনি বলেন, সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো চেষ্টা হলে তা মানা হবে না।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিক্ষক সমাবেশে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আবারও মৌলবাদ আর জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদারপন্থী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চাই। আওয়ামী লীগ দুর্নীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে, অবস্থার পরিবর্তন আনতে হবে। নয়তো দেশ আবার ব্যর্থ হয়ে যাবে।
এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।









