ছাত্রলীগকে বিএনপি নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতারা বলেছেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করাই নয়, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় তারা বলেছেন রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরি না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করার দাবিতে এই সভার আয়োজন করা হয়। নিত্যপণ্যের মূল্য, জাতীয় নির্বাচন ও সংস্কারসহ বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।









